মাধবপুর মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাধবপুর মডেল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২৫ মার্চ, মাধবপুর মডেল প্রেসক্লাবের শ্যামলী পাড়া অফিসে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি আজিজুর রহমান জয়। সাংবাদিক ফরাসউদ্দীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম। তিনি বলেন, “আমাদের কাজ হলো সমাজের সঠিক চিত্র তুলে ধরা। সমালোচনার ঊর্ধ্বে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আমাদের এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক পরাশউদ্দিন, সাংবাদিক হাসান ভূঁইয়া, সাংবাদিক উজ্জ্বল খাঁনসহ অন্যান্যরা। তারা বলেন, “মাধবপুর মডেল প্রেসক্লাবের সদস্যদের ঐক্যবদ্ধ থেকে সত্যনিষ্ঠ সাংবাদিকতা করে যেতে হবে। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রাকিব লস্কর, মোহাম্মদ মাতু মিয়া, সাংবাদিক চাঁদ সুলতানা চৌধুরী শাবানা, সাংবাদিক এম এম সোহাগ, সাংবাদিক শাহাদাত ইসলাম মামুন, জাহাঙ্গীর ইসলাম অনিক, জার্মান ফয়েজ, অনিক পাঠান, এমদাদুল হক, রুবেল মিয়া প্রমুখ। এছাড়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “দৈনিক চলমান দেশ”-এর ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার চৌধুরী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব সাইফুর রহমান টিটু।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। এভাবে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিলের সফল সমাপ্তি ঘটে।