ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মাধবপুরে ২৫ বছরেও বন্দোবস্তের জমির দখল পাননি হতদরিদ্র জমিলা বেগম!

স্টাফ রিপোর্টার::

হবিগঞ্জের মাধবপুরে ২৫ বছর অতিবাহিত হলেও বন্দোবস্তের জমির দখল পাননি জমিলা বেগম নামে এক ভূমিহীন হতদরিদ্র মহিলা।তিনি উপজেলার বহরা ইউপির আফজলপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।স্থানীয় ভুমি অফিস ও প্রশাসনের এমন গুরতর অবহেলায় এলাকায় নিন্দার ঝড় বইছে।

জানা যায়,২১ শতাংশের ভূমিটি ১৯৯৯ সালে হবিগঞ্জ জেলা প্রশাসক মহিলা ও তার স্বামীকে যৌথভাবে মামলা নং ৬৩/১৯৯৯-২০০০ এর মাধ্যমে বন্দোবস্ত প্রদান করে। জমিটির অবস্থান স্থানীয় দুর্লভপুর মৌজার ১নং খাস খতিয়ানের ১০২০ ও ১০২৯ দাগে।

এদিকে জমিটির দখলের জন্যে বিগত ২৬ ডিসেম্বর ২০২৩ সালে উপজেলার এসিল্যান্ডের বরাবর আবেদন করেও কোন ফল পাননি ওই মহিলা।

এ বিষয়ে ভুক্তভোগী জমিলা বেগমের বক্তব্য নিতে কান্নাভরা কন্ঠে প্রতিবেদককে জানান,একটা মানুষ কত বছরই বা বাচে।জমিটি উদ্ধারের জন্য কোথায় না গেলাম।কত পয়সা খোয়ালাম।কত সরকার আসলো-গেল।প্রায় আড়াই যুগের জমির দখল পাইনি।এই দেশ,এই প্রশাসন গরিবের জন্যে নয়।

যোগাযোগ করা হলে মাধবপুরের ইউএনও একেএম ফয়সাল জানান,আমি বিষয়টি সবেমাত্র জেনেছি।ব্যবস্থা গ্রহনের জন্যে স্থানীয় ভূমি অফিসকে নির্দেশনা দেয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:২১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
৫০৪ বার পড়া হয়েছে

মাধবপুরে ২৫ বছরেও বন্দোবস্তের জমির দখল পাননি হতদরিদ্র জমিলা বেগম!

আপডেট সময় ০৯:২১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

হবিগঞ্জের মাধবপুরে ২৫ বছর অতিবাহিত হলেও বন্দোবস্তের জমির দখল পাননি জমিলা বেগম নামে এক ভূমিহীন হতদরিদ্র মহিলা।তিনি উপজেলার বহরা ইউপির আফজলপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।স্থানীয় ভুমি অফিস ও প্রশাসনের এমন গুরতর অবহেলায় এলাকায় নিন্দার ঝড় বইছে।

জানা যায়,২১ শতাংশের ভূমিটি ১৯৯৯ সালে হবিগঞ্জ জেলা প্রশাসক মহিলা ও তার স্বামীকে যৌথভাবে মামলা নং ৬৩/১৯৯৯-২০০০ এর মাধ্যমে বন্দোবস্ত প্রদান করে। জমিটির অবস্থান স্থানীয় দুর্লভপুর মৌজার ১নং খাস খতিয়ানের ১০২০ ও ১০২৯ দাগে।

এদিকে জমিটির দখলের জন্যে বিগত ২৬ ডিসেম্বর ২০২৩ সালে উপজেলার এসিল্যান্ডের বরাবর আবেদন করেও কোন ফল পাননি ওই মহিলা।

এ বিষয়ে ভুক্তভোগী জমিলা বেগমের বক্তব্য নিতে কান্নাভরা কন্ঠে প্রতিবেদককে জানান,একটা মানুষ কত বছরই বা বাচে।জমিটি উদ্ধারের জন্য কোথায় না গেলাম।কত পয়সা খোয়ালাম।কত সরকার আসলো-গেল।প্রায় আড়াই যুগের জমির দখল পাইনি।এই দেশ,এই প্রশাসন গরিবের জন্যে নয়।

যোগাযোগ করা হলে মাধবপুরের ইউএনও একেএম ফয়সাল জানান,আমি বিষয়টি সবেমাত্র জেনেছি।ব্যবস্থা গ্রহনের জন্যে স্থানীয় ভূমি অফিসকে নির্দেশনা দেয়া হয়েছে।