মাধবপুরে সড়ক দুর্ঘটনায় তিন নারী শ্রমিকের মৃত্যু
মাধবপুরের শাহজীবাজারে ঢাকা-সিলেট মহাসড়কে এক মর্মান্তি সড়ক দুর্ঘটনায় প্রণ হারিয়েছেন পাইওনিয়ার ডেনিম কোম্পানির তিন নারী শ্রমিক। শনিবার সকালে ঘন কুয়াশার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বানিয়াচংয়ের মজলিসপুর গ্রামের উর্মি আক্তার (২০), নবীগঞ্জের জান্তরি গ্রামের দিলারা বেগম (৩০) এবং কোম্পানির সিনিয়র অপারেটর রুমি আক্তার (২৫)। সকালে শায়েস্তাগঞ্জের অলিপুর থেকে একটি ব্যাটারি চালিত টমটমে করে কর্মস্থলে যাওয়ার পথে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানিয়েছেন, নিহতদের লাশ হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।
ট্যাগস :