মাধবপুরে শ্রম আইন মেনেই কাজ করছে যমুনা টেক্সটাইল, অপপ্রচারে বিভ্রান্ত না হতে সতর্কতা কর্তৃপক্ষের!
হবিগঞ্জের মাধবপুরে যমুনা টেক্সটাইলের শ্রমিক ছাঁটাই নিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হওয়ায় প্রতিবাদ জানিয়েছে কোম্পানির স্থানীয় কর্তৃপক্ষ। সম্প্রতি ৪০ জন শ্রমিক-কর্মচারী ছাঁটাইয়ের বিষয়ে বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু খবর প্রচারিত হয়েছে। বাস্তবে, কিছু শ্রমিকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনলে তারা ও তাদের সমর্থকরা কিছু অপতথ্য ছড়াচ্ছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
এদিকে, এলাকার সচেতন মহল মনে করেন, যমুনা টেক্সটাইলের মাধ্যমে হাজার হাজার বেকার যুবক কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। নারীদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। কর্তৃপক্ষ শ্রমিকদের অধিকার ও দাবি-দাওয়ার ব্যাপারে দায়িত্বশীল আচরণ করে আসছে। এলাকাবাসীর দাবি, শ্রমিকদের আবেগ ও অনুভূতির প্রতি তারা আরও বেশি দায়িত্বশীল হবেন।
মঙ্গলবার (১৮ মার্চ) কোম্পানির এডমিন শাখার মহাব্যবস্থাপক রেজওয়ান আহসান স্বাক্ষরিত একটি প্রতিবাদ লিপিতে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়। এতে সর্বসাধারণকে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।