মাধবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে ছাতিয়াইন বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির হবিগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের দীর্ঘদিনের সফল চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ।
বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে লুটপাট ও বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন-নিপীড়নের অভিযোগ আনেন। তিনি বলেন, “দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগ সরকার রাষ্ট্রকে ধ্বংসের দিকে নিয়ে গেছে, তাই এই অবস্থান থেকে দেশকে পুনরুদ্ধার করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা লাবলী সুলতানা, এডভোকেট সাজিদুর রহমান সজল, সাইফুল ইসলাম চৌধুরী, সহ আরও অনেকেই।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ছাতিয়াইন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দিয়ারিশ মিয়া, যুবদলের সভাপতি জাবেদ মিয়া, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সায়মন চৌধুরী, যুবদলের উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান টিটু, এবং অন্যান্য স্থানীয় নেতাকর্মীরা।
সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনে তাঁর ভূমিকার স্মৃতিচারণ করেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির ভূমিকা ও ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা করা হয়।