মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার একুশের প্রথম প্রহরে মাধবপুর উপজেলা পরিষদ শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. ইমরুল হাসান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাকিরুল হাসান, তথ্য সেবা কর্মকর্তা মেরিনা নাসরিন, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন।
এসময় বক্তারা ভাষা শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং মাতৃভাষার সুরক্ষা ও প্রচারের ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের মাতৃভাষার চর্চায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ আয়োজনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয় এবং ভবিষ্যতে মাতৃভাষার সুরক্ষা ও প্রচারের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।