মাধবপুরে মেঘা লেয়ার ফার্ম বন্ধের দাবিতে মানববন্ধন
মাধবপুরের বহড়া ইউনিয়নের আফজলপুর গ্রামে অবস্থিত বাণিজ্যিক মেঘা লেয়ার ফার্মের অবৈধ কার্যক্রম বন্ধ করার দাবিতে এলাকার জনগণ, পরিবেশবাদী সংগঠন এবং সচেতন মহল মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মেঘা লেয়ার ফার্মের সামনে প্লেকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, এই ফার্মটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুমোদন ছাড়া অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে, যা এলাকাবাসীর জীবনযাত্রার উপর মারাত্মক প্রভাব ফেলছে।
স্থানীয়দের দাবি, এই ফার্মটি শুরুতে গরুর ফার্ম করার কথা বললেও, বর্তমানে এখানে প্রায় ৩০০০ লেয়ার মুরগির ফার্ম পরিচালিত হচ্ছে। এর ফলে অসহনীয় গন্ধ, মশা-মাছি এবং ময়লার দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। বিশেষত, স্কুলে যাওয়ার পথে শিশুদের সমস্যা এবং রোগব্যাধি ছড়িয়ে পড়ার ঘটনা ঘটছে।
গ্রামের বাসিন্দা মোঃ রাব্বি মিয়া ও তানভীর মিয়া প্রায় দুই বছর ধরে এই ফার্মটি পরিচালনা করছেন, যার ফলে আশেপাশের জমির ফসল ও গাছপালা বিনষ্ট হচ্ছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানালেও তারা বিভিন্নভাবে হুমকি এবং নির্যাতনের শিকার হচ্ছেন।
এই বিষয়ে পরিবেশ আন্দোলন নেত্রী চাঁদ সুলতানা চৌধুরী শাবানা বলেন, “গ্রামীণ পরিবেশে এ ধরনের ফার্মের কার্যক্রম অবিলম্বে বন্ধ হওয়া উচিত, বিশেষত যখন এটি অনুমোদন বিহীনভাবে চলছে।”
আফজলপুর গ্রামে স্থানীয় চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশের মাধ্যমে মেঘা লেয়ার ফার্মটি অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে, তা উপেক্ষা করে ফার্মটির কার্যক্রম অব্যাহত রয়েছে।
এলাকাবাসী এই বিষয়টি স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার জানালেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না। এ কারণে মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন এবং ফার্মটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে অব্যাহত আন্দোলন করার ঘোষণা দিয়েছেন।