মাধবপুরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে আহত ২
মাধবপুরের ঢাকা-সিলেট মহাসড়কে ঘন কুয়াশার মধ্যে মাইক্রোবাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন আহত হয়েছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) ভোর রাতে উপজেলার শাহজীবাজার দরগাহ গেইট এলাকায় স্টার সিরামিক কোম্পানির দুই নাম্বার গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটের দিকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাস কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। মাইক্রোবাস চালকসহ দু’জন আহত হয়েছেন এবং তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্রাক চালক জানান, ঘন কুয়াশার কারণে সড়কে কিছুই দেখা যায়নি। এমন পরিস্থিতিতে গাড়ি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, এবং কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, “সম্প্রতি ঘটে যাওয়া প্রতিটি দুর্ঘটনাই ঘন কুয়াশার কারণে হয়েছে। মহাসড়কে দুই হাত পর কিছুই দেখা যায় না, তাই গাড়ি চালানো কঠিন হয়ে পড়ছে।”
তিনি আরও জানান, দুর্ঘটনাস্থল থেকে মাইক্রোবাস এবং ট্রাক দু’টিকে হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে এবং দুর্ঘটনার তদন্ত চলছে।