মাধবপুরে বন আইনের মামলার সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেফতার
মাধবপুর থানা পুলিশের অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা বন আইনের মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) মাধবপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন শাহপুর এলাকার মোঃ রইছ আলীর ছেলে মোঃ শাহআলম এবং মোঃ হোসেন আলীর ছেলে মোঃ কাজল।
পুলিশ সূত্রে জানা যায়, আসামিদের বিরুদ্ধে ২০২১ সালে বন আইনে দায়ের করা একটি মামলায় আদালত কর্তৃক সাজা পরোয়ানা জারি করা হয়েছিল। উভয় আসামিকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। গ্রেফতার এড়াতে তাঁরা এতদিন ধরে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগস :