মাধবপুরে প্রেসক্লাবের পদ থেকে অব্যাহতি নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা
হবিগঞ্জের মাধবপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা মো. আল আমিন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে তিনি প্রেসক্লাবের সদস্য পদসহ আরও ১৫ জন সাংবাদিক একযোগে পদত্যাগপত্র জমা দেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করেন। এতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
মো. আল আমিন জানান, ক্লাবটির সভাপতি আজিজুর রহমান জয়ের রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। সেই কারণে পেশাগত নিরপেক্ষতা রক্ষায় তিনি এবং অন্য সদস্যরা স্বেচ্ছায় ক্লাব থেকে অব্যাহতি নিয়েছেন। একইসঙ্গে তিনি নতুন একটি কমিটি গঠনের ঘোষণা দেন।
আল আমিন মাধবপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং একাধিক গণমাধ্যমে সাংবাদিক হিসেবে কাজ করছেন। তিনি প্রায় এক বছর ধরে মাধবপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
এ বিষয়ে প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান জয় বলেন, “সবারই মত প্রকাশ ও সংগঠন গঠনের অধিকার রয়েছে। যদি কারো কোনো অভিযোগ থাকে, তা সরাসরি আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। আমি মূলধারার সাংবাদিকদের সঙ্গে নিয়ে ক্লাবের কার্যক্রম এগিয়ে নিতে চাই।”
স্থানীয় সাংবাদিক ফোরকান উদ্দিন বলেন, “আল আমিন একজন শিক্ষিত তরুণ। সাংবাদিকতা করার জন্য প্রেসক্লাব বড় কোনো বিষয় নয়। সব ধরনের শত্রুতা ও বিভেদ ভুলে সবাইকে একসাথে শান্তিপূর্ণভাবে চলা উচিত।”