মাধবপুরে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর
মাধবপুরে পাওনা টাকা চাওয়ায় মো. বাবু (২৪) নামের এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে গত রবিবার বিকেলে শাহজীবাজার মাজার গেইট এলাকায়। মো. বাবু মিয়া রিয়াজনগর গ্রামের মো. কালাম মিয়ার পুত্র এবং স্থানীয় ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘাসুরা গ্রামের সবুর মিয়ার পুত্র মো. আরিফ মিয়ার কাছে দোকানের বকেয়া টাকা দাবি করলে মো. আরিফসহ কয়েকজন তাকে একটি কক্ষে আটকে মারধর করেন।
মারধরের ফলে ব্যবসায়ী মো. বাবুর মাথা ও হাতে গুরুতর আঘাত ও রক্তক্ষরণ হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান।
মো. বাবুর পিতা মো. কালাম মিয়া বলেন, বকেয়া টাকা চাওয়ায় তার ছেলেকে মারধর করা হয়েছে এবং চিকিৎসা শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগস :