মাধবপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা, আটক ৩
হবিগঞ্জের মাধবপুরে সরকারি কাজে বাধা দেওয়া ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম জানান, পরমানন্দপুর গ্রামের তারা চান বেগম ও শিরু মিয়ার মধ্যে একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছিল। আদালতের নির্দেশে ওই রাস্তার প্রতিবন্ধকতা অপসারণে তাকে দায়িত্ব দেওয়া হয়।
তিনি ঘটনাস্থলে পৌঁছালে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি সরকারি কাজে বাধা সৃষ্টি করে এবং তাকে ঘিরে শারীরিকভাবে আক্রমণের চেষ্টা চালায়। পরে সেনাবাহিনীর একটি দল এসে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার দলকে নিরাপদে উদ্ধার করে।
এ ঘটনায় পরমানন্দপুর গ্রামের সাদ্দাম হোসেন (২৫), শিরু মিয়া (৪০) ও খাদিজা আক্তার (৩৫) নামে তিনজনকে আটক করা হয়েছে।
মাধবপুর থানার ওসি শহিদ উল্লাহ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও হামলার চেষ্টার অভিযোগে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।