মাধবপুরে তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে নারী দগ্ধ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন মোছাঃ হাজেরা খাতুন (৩৫) নামে এক নারী।
ঘটনাটি ঘটেছে মাধবপুরের বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামে, মঙ্গলবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে। হাজেরা খাতুন বসতঘরের সামনে মাটির চুলায় আগুন পোহাচ্ছিলেন, এমন সময় হঠাৎ তার শরীরে আগুন লেগে কোমরের উপর থেকে গলার নিচ পর্যন্ত অর্ধেক শরীর দগ্ধ হয়ে যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, হাজেরা খাতুন ওই গ্রামের মৃত কুতুব আলীর মেয়ে। তিনি শীত নিবারণের জন্য আগুন পোহাচ্ছিলেন এবং পিছন ফিরে থাকা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে।
প্রতিবেশীরা দ্রুত তাঁকে হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। স্থানীয় চিকিৎসকরা তাঁর অবস্থা উন্নতির দিকে হলেও আরও চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, এবং অনেকে এই ধরনের দুর্ঘটনা এড়াতে সতর্কতার ওপর গুরুত্ব দিয়েছেন।