মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে মাধবপুর থানার এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে একটি পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে নোয়াপাড়া ইউনিয়নের কড়রা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
বেঙ্গাডোবা গ্রামের এমরান মিয়ার ছেলে পারভেজ মিয়া (২৩), পূর্ব বেঙ্গাডোবার সামছুল হকের ছেলে রবিউল আওয়াল রুবেল (৩৮) এবং দারগড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে পারভেজ মিয়া (৩০)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে খুন, ধর্ষণ, ডাকাতির প্রস্তুতি এবং মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে ডাকাতির প্রস্তুতির মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশের দাবি, অভিযুক্তরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। নোয়াপাড়া ইউনিয়নের কড়রা এলাকায় তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয় পুলিশ। অভিযান চালিয়ে তাদের কাছ থেকে কিছু সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে।