মাধবপুরে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের পাশে দাঁড়ালো ছাত্ররা!
হবিগঞ্জের মাধবপুরে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের পাশে ঈদ উপহার ও ইফতার সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে ছাত্ররা।
২১ জুলাই সাভারে পুলিশের গুলিতে নিহত হন শামীম মিয়া। তার বাড়ি উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামে। শহীদ শামীম মিয়া নিঃসন্তান ছিলেন এবং তার পরিবারের আর্থিক অবস্থাও ভালো নয়।
মঙ্গলবার (১১ মার্চ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি টিম শহীদ পরিবারের কাছে ইফতার ও ঈদ উপহার পৌঁছে দেয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মাধবপুর উপজেলা প্রতিনিধি সাঈদ বুরহান উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব সিরাজুল ইসলাম তানজিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার প্রথম সংগঠক সৈয়দ মুহা. মাহদী হাসান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাধবপুর উপজেলা প্রতিনিধি টিআর রিয়াজ। পরিবারের পক্ষ থেকে শহীদ শামীমের চাচা শেখ মোহাম্মদ মৌলু মিয়া উপহার গ্রহণ করেন। এ সময় ছাত্র প্রতিনিধিরা পরিবারটির পাশে সবসময় থাকার আশ্বাস দেন।
এ বিষয়ে মাধবপুরের ইউএনও জাহিদ বিন কাসেম বলেন, “ছাত্রনেতারা খুব ভালো কাজ করেছে। এই কাজের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাচ্ছি। জুলাইয়ের চেতনাকে আমাদের সবার ধারণ করতে হবে।”