মাধবপুরে ছেলের বিয়ের দিনে মায়ের মৃত্যু
অসুস্থ মায়ের আকুতি ছিল ছোট ছেলের বউকে দেখে মারা যাবেন। কিন্তু বিয়ে করে বউ বাড়িতে আনতে না আনতে ঘটল হৃদয় বিদারক ঘটনা।হঠাৎ করে বিয়ের দিনে প্রান চলে যায় মায়ের। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। এ ঘটনায় বিয়ে বাড়িতে নেমে আসে শোকের ছায়া। বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেলের পাশেই হয় মায়ের শেষ গোসল।
জানা যায়, সোমবার (২৮ অক্টোবর) উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের আব্দুল মালেকের পুত্র মুজাহিদ মিয়া বিয়ে হচ্ছিল। তাঁর মায়ের নাম মাজিদা খাতুন (৫০)। তাঁর ৩ সন্তানের মধ্যে পাত্র মোজাহিদ মিয়া সবার ছোট ছিল। সোমবার তাঁর বিয়ের দিন ছিল। সে বিয়ে করে স্ত্রী নিয়ে আসা মাত্রই তার মায়ের মৃত্যু হয়।মাজিদা খাতুন বেশ কয়েক মাস ধরে ক্যান্সার রোগে শয্যাশায়ী ছিলেন। তিনি তাঁর ছোট ছেলে মোজাহিদকে বিয়ে করিয়ে পুত্রবধুর মুখ দেখে যাওয়ার আকুতি জানিয়েছিলেন পরিবারের কাছে। সেই মত দ্রুত বিয়ের অনুষ্ঠান আয়োজনও করা হয়। পুত্রবধূকে ঘরে তুলতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মা মাজিদা খাতুন।পুত্রবধুর মুখ দেখা হয় নি মায়ের।
মোজাহিদ মিয়া জানান, মায়ের বিচ্ছেদে আমার দুঃখের শেষ নেই। এমন একটি মুহূর্তে এমন একটি ঘটনা বলার ভাষা নেই। আপনারা শুধু আমার মায়ের আত্মার রুহের মাগফেরাত কামনা করবেন এই আবেদন আমার।
স্থানীয় বাসিন্দা সোহাগ মিয়া জানান, মাজিদা খাতুন অত্যন্ত ভালো মানুষ ছিলেন। যদিও পুত্রবধূর মুখ দেখে যেতে পারেননি। তবে তার ছেলের বিয়ে যে হয়েছে সেটা জেনে যেতে পেরেছেন। আগামীকাল ছেলের বৌভাত। সেটা এই শোকের মধ্যে কিভাবে হবে সেটা নিয়েও হচ্ছে সংশয়।