মাধবপুরে ছালেহাবাদ মাদ্রাসায় সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
হবিগঞ্জের মাধবপুর উপজেলা এলাকার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান ছালেহাবাদ মুহিয়ূসুন্নাহ দাখিল মাদ্রাসার সাবেক সকল শিক্ষার্থীদের উদ্যোগে একটি ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ ২৫শে রমাদ্বান শনিবার বিকাল ৩:৩০ মিনিটে মাদ্রাসার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানটি শুরু হয়।
মাদ্রাসার সুপার হুজুর আবুল কালাম সৈয়দ উবায়দুর সাহেবের সভাপতিত্বে এবং সাবেক শিক্ষার্থী জনাব ইকবাল হোসেন রুবেলের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াত ও হামদ-নাত পরিবেশন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব আবু ইউসুফ মহি উদ্দিন, জনাব আবদুল ওযাহেদ, তাজুল ইসলাম, আব্দুল মন্নাফ, আবুল কাসেম, মাও: সোলাইমান, এবং মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা আবুল কালাম সৈয়দ উবায়দুর রহমান সাহেব।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট্রেট জনাব নাজমুল হোসেন (জকিগঞ্জ, সিলেট), ডা. রিয়াদুল হক (আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) সহ অন্যান্য ব্যক্তিত্বরা।
মাদ্রাসার সুপার মাওলানা আবুল কালাম সৈয়দ উবায়দুর রহমান সাহেব তার বক্তব্যে বলেন, “আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সময় থেকে সুনামের সাথে এগিয়ে চলছে এবং আজ পর্যন্ত মাদ্রাসার কোন প্রকার অপকর্মের দাগ লাগেনি। আমাদের মাদ্রাসা দিনদিন সুনাম অর্জন করেই যাচ্ছে।” তিনি আরও বলেন, “আমি চাই সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটি রি-ইউনিয়ন অনুষ্ঠান আয়োজন করা হোক, যাতে সকল শিক্ষার্থী একে অপরের সাথে পরিচিত হতে পারে এবং আমাদের মাদ্রাসার সুনাম আরও বাড়ানো যায়।”
অনুষ্ঠানের শেষ অংশে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া করা হয়, এবং ফিলিস্তিনের শহীদদের জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়।