ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরে এইচএসসি পরীক্ষায় কেন্দ্রসচিব অনুপস্থিত, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

মাধবপুর প্রতিনিধি::

ছবি: অধ্যক্ষ করিম ইকবাল তাজওলী

হবিগঞ্জের মাধবপুরে চলমান এইচএসসি পরীক্ষার দুটি ভেন্যুতে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রসচিব অনুপস্থিত থাকায় পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিনা অনুমতিতে কেন্দ্রসচিব অনুপস্থিত থাকাকে সংশ্লিষ্টরা গুরুতর দায়িত্ব অবহেলা বলে মন্তব্য করেছেন।

রবিবার (১৭ আগস্ট) সরেজমিনে দেখা যায়, উপজেলার অপরূপা বালিকা উচ্চ বিদ্যালয় ও আউলিয়াবাদ রামবেশব উচ্চ বিদ্যালয়ে যথাক্রমে বিজ্ঞান বিভাগের রসায়ন এবং মানবিক বিভাগের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পরীক্ষা চলছিল। তবে গুরুত্বপূর্ণ ওই পরীক্ষার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সচিব করিম ইকবাল তাজওলী, অধ্যক্ষ, মনতলা শাহজালাল সরকারি কলেজ, অনুমতি ছাড়াই অনুপস্থিত ছিলেন।

এসময় অপরূপা বালিকা উচ্চ বিদ্যালয়ে দায়িত্বে থাকা শিক্ষক নুরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং মিথ্যা তথ্য দিয়ে দাবি করেন কেন্দ্রসচিব পাশের ভেন্যুতে আছেন। কিন্তু সেখানে খোঁজ নিয়ে দেখা যায়, তিনিও উপস্থিত নন।

সরেজমিনে আরও দেখা গেছে, পরীক্ষা কেন্দ্রে বহিরাগতদের প্রবেশ এবং ওএমআর সিট সঠিকভাবে সিল করা না থাকার প্রমাণ মিলেছে। এতে পরীক্ষার শৃঙ্খলা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, “মাধবপুরের আগের ফলাফলেও ধস নেমেছিল। এবার যদি এমন অবহেলা ও নকলের সুযোগ তৈরি হয়, তাহলে ছাত্রদের বড় ক্ষতি হয়ে যাবে।”

যোগাযোগ করা হলে কেন্দ্রসচিব করিম ইকবাল তাজওলী জানান, “আমি বর্তমানে লাখাইয়ে আছি। আমি নতুন যোগ দিয়েছি, নিয়ম-কানুন ভালো জানি না। আমার দায়িত্ব অন্যরা পালন করছে।” তবে তিনি স্বীকার করেননি যে ইউএনও ও পরীক্ষা কেন্দ্রের সভাপতিকে তাঁর অনুপস্থিতির বিষয়ে অবহিত করেছেন।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পরীক্ষা কেন্দ্রের সভাপতি মজিবুল ইসলাম বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি ইতোমধ্যে শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলামকে তদন্তের নির্দেশ দিয়েছি।”

উল্লেখ্য, পরীক্ষাকেন্দ্রের প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কেন্দ্রসচিবকে উত্তরপত্র গ্রহণ, সংরক্ষণ ও বিতরণ, কেন্দ্র কমিটি ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয়, ব্যয়ের হিসাব রাখা এবং পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে হয়।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
৫২৩ বার পড়া হয়েছে

মাধবপুরে এইচএসসি পরীক্ষায় কেন্দ্রসচিব অনুপস্থিত, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

আপডেট সময় ১১:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

হবিগঞ্জের মাধবপুরে চলমান এইচএসসি পরীক্ষার দুটি ভেন্যুতে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রসচিব অনুপস্থিত থাকায় পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিনা অনুমতিতে কেন্দ্রসচিব অনুপস্থিত থাকাকে সংশ্লিষ্টরা গুরুতর দায়িত্ব অবহেলা বলে মন্তব্য করেছেন।

রবিবার (১৭ আগস্ট) সরেজমিনে দেখা যায়, উপজেলার অপরূপা বালিকা উচ্চ বিদ্যালয় ও আউলিয়াবাদ রামবেশব উচ্চ বিদ্যালয়ে যথাক্রমে বিজ্ঞান বিভাগের রসায়ন এবং মানবিক বিভাগের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পরীক্ষা চলছিল। তবে গুরুত্বপূর্ণ ওই পরীক্ষার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সচিব করিম ইকবাল তাজওলী, অধ্যক্ষ, মনতলা শাহজালাল সরকারি কলেজ, অনুমতি ছাড়াই অনুপস্থিত ছিলেন।

এসময় অপরূপা বালিকা উচ্চ বিদ্যালয়ে দায়িত্বে থাকা শিক্ষক নুরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং মিথ্যা তথ্য দিয়ে দাবি করেন কেন্দ্রসচিব পাশের ভেন্যুতে আছেন। কিন্তু সেখানে খোঁজ নিয়ে দেখা যায়, তিনিও উপস্থিত নন।

সরেজমিনে আরও দেখা গেছে, পরীক্ষা কেন্দ্রে বহিরাগতদের প্রবেশ এবং ওএমআর সিট সঠিকভাবে সিল করা না থাকার প্রমাণ মিলেছে। এতে পরীক্ষার শৃঙ্খলা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, “মাধবপুরের আগের ফলাফলেও ধস নেমেছিল। এবার যদি এমন অবহেলা ও নকলের সুযোগ তৈরি হয়, তাহলে ছাত্রদের বড় ক্ষতি হয়ে যাবে।”

যোগাযোগ করা হলে কেন্দ্রসচিব করিম ইকবাল তাজওলী জানান, “আমি বর্তমানে লাখাইয়ে আছি। আমি নতুন যোগ দিয়েছি, নিয়ম-কানুন ভালো জানি না। আমার দায়িত্ব অন্যরা পালন করছে।” তবে তিনি স্বীকার করেননি যে ইউএনও ও পরীক্ষা কেন্দ্রের সভাপতিকে তাঁর অনুপস্থিতির বিষয়ে অবহিত করেছেন।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পরীক্ষা কেন্দ্রের সভাপতি মজিবুল ইসলাম বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি ইতোমধ্যে শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলামকে তদন্তের নির্দেশ দিয়েছি।”

উল্লেখ্য, পরীক্ষাকেন্দ্রের প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কেন্দ্রসচিবকে উত্তরপত্র গ্রহণ, সংরক্ষণ ও বিতরণ, কেন্দ্র কমিটি ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয়, ব্যয়ের হিসাব রাখা এবং পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে হয়।