বিএনপির আনন্দ মিছিল
মাধবপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার-২
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমানসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ও যৌথবাহিনী। এ খবরে তাৎক্ষণিকভাবে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় মাধবপুর উপজেলা পরিষদের নিচতলা থেকে মো. আতিকুর রহমানকে গ্রেফতার করে মাধবপুর থানার পুলিশ। তিনি মাধবপুর পৌরসভার শিবপুর গ্রামের মৃত সাজিদুর রহমানের পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার মাধবপুর উপজেলা পরিষদের সমন্বয় সভা চলাকালে আতিকুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগের কয়েকজন চেয়ারম্যান সেখানে উপস্থিত ছিলেন। খবর পেয়ে এসআই শাহনূরের নেতৃত্বে পুলিশের একটি দল গিয়ে উপজেলা পরিষদের নিচতলার বারান্দা থেকে তাকে আটক করে। এ সময় অন্য আওয়ামী লীগ নেতারা পালিয়ে যান।
এর আগে, রবিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাধবপুর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে উপজেলার বাঘাসুরা গ্রাম থেকে মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মো. নুরধন মিয়াকে (৪৫) গ্রেফতার করা হয়। তিনি বাঘাসুরা ইউনিয়নের রাধাপুর গ্রামের মৃত সবুর হোসেনের পুত্র।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, চুনারুঘাট থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় আতিকুর রহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে। এছাড়া ঢাকার যাত্রাবাড়ী থানায় একই আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় নুরধন মিয়া ২২৬ নম্বর এজাহারভুক্ত আসামি।