মাদারগঞ্জে বিশেষ ক্ষমতা আইনে আ’লীগ নেতা মিল্টন গ্রেপ্তার
জামালপুরের মাদারগঞ্জে বিশেষ ক্ষমতা আইনের মামলায় মোর্শেদুর রহমান মিল্টন (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার পর শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে মিল্টনকে গ্রেপ্তার করা হয়। তিনি সিধুলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাদারগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। মিল্টন সিধুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান আতা’র পুত্র।
পরিবারের দাবি, মিল্টনের বিরুদ্ধে কোনো মামলা ছিল না এবং তিনি কোনো সহিংস ঘটনার সঙ্গে জড়িত নন। রাজনৈতিক কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ তাদের।
তবে পুলিশ জানায়, ২০২২ সালে সিধুলী ইউনিয়নের রায়গঞ্জ বাজারে বিএনপির একটি পূর্ব নির্ধারিত কর্মসূচিতে হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন এবং বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। ওই ঘটনার প্রায় দুই বছর পর, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রতন বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় ৫৩ জনের নাম উল্লেখ করে আরও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। তদন্তে মোর্শেদুর রহমান মিল্টনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এসআই ফিরোজ মিয়া।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।