গত ৭ এপ্রিল সোমবার রাতে জামালপুর জেলার ইটাইল ইউনিয়নের দমদমা বোয়ালমারী গ্রামের মোঃ নূর ইসলাম এর ছেলে মো. আব্দুস সাত্তারকে ৭ কেজি গাজাসহ আটক করেছে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ।
এলাকাবাসী ও স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে জানা যায়, আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত ছিল। তার কর্মকাণ্ডের ফলে এলাকার যুবক ও ছাত্র সমাজ ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকার মানুষ তার উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে এবং নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশকে ধন্যবাদ জানাচ্ছে তাদের এই অভিযান সফলভাবে পরিচালনা করার জন্য।
নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ওবায়দুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত আব্দুস সাত্তারকে মাদক মামলায় আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।