মাওলানা রঈস উদ্দিন হত্যার বিচারের দাবিতে শাহজীবাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
গাজীপুরে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রঈস উদ্দিন হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ মে) বাদ জুমা, ঢাকা-সিলেট মহাসড়কের শাহজীবাজার দরগাহ গেইটে “১১নং বাঘাসুরা ইউনিয়ন ইমাম মোয়াজ্জিন সুন্নী ঐক্য পরিষদ” এই কর্মসূচির আয়োজন করে। সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা মোঃ আব্দুল কদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় মসজিদের ইমাম-মোয়াজ্জিন, ধর্মপ্রাণ মুসল্লিসহ হাজারো জনতা অংশগ্রহণ করেন।
বক্তারা জানান, গত ২৭ এপ্রিল (রবিবার) গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের আখলাদুল জামে মসজিদের ইমাম মাওলানা রঈস উদ্দিনকে মতাদর্শগত বিরোধের জেরে একটি গ্রুপ মব তৈরি করে নির্মমভাবে নির্যাতন চালায়। তাকে গাছের সঙ্গে বেঁধে ঘণ্টার পর ঘণ্টা মারধর করা হয় এবং জোরপূর্বক একটি মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়। এরপর কোনো চিকিৎসা ছাড়াই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশও কোনো চিকিৎসা না করে তাকে থানায় আটক রেখে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ২৮ এপ্রিল রাত ৩টার দিকে কারাগারে তার মৃত্যু হয়।
সমাবেশ থেকে বক্তারা তিন দফা দাবি উত্থাপন করেন- মব গঠন ও নির্যাতনের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। পুলিশ ও কারা কর্তৃপক্ষের গাফিলতির তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রঈস উদ্দিনের হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করে তার পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহায়তা দিতে হবে।
মানববন্ধন চলাকালে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আলোচনা শেষে রঈস উদ্দিনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।