ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মহান মে দিবস আজ

চেকপোস্ট ডেস্ক::

আজ মহান মে দিবস—বিশ্ব শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের গৌরবময় দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে রক্ত দিয়ে দৈনিক আট ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে আন্দোলন করেছিলেন শ্রমিকরা। সেই আত্মত্যাগের দিনটিকে সম্মান জানিয়ে আজ বিশ্বের প্রায় ৮০টি দেশে এটি জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হচ্ছে।

বাংলাদেশেও আজ জাতীয়ভাবে দিবসটি পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য: “শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে”

মে দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বজুড়ে শ্রমিক-জীবনে এনেছে বৈপ্লবিক পরিবর্তন। শ্রমঘণ্টা নির্ধারণ, মজুরি সংরক্ষণসহ ন্যায্য অধিকার আদায়ের ক্ষেত্রে এই দিবসের তাৎপর্য অপরিসীম। যদিও এখনো শ্রেণি-বৈষম্য পুরোপুরি দূর হয়নি, তবে মে দিবস শ্রমিকদের স্বাধীনতার পথে অনেকটাই এগিয়ে দিয়েছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেছেন, “শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে মে দিবসের গুরুত্ব অপরিসীম। শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক। তাদের ঐক্য ও সহযোগিতাই গড়ে তুলবে শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ।”

তিনি আরও বলেন, “পোশাক, কৃষি, নির্মাণ, প্রযুক্তি-সব খাতেই শ্রমিক ও মালিকের মেধা ও পরিশ্রমের অবদান রয়েছে। আমাদের ঐক্য ও আস্থার পরিবেশ বজায় রাখতে হবে, তাহলেই বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে।”

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৫৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
৫১৩ বার পড়া হয়েছে

মহান মে দিবস আজ

আপডেট সময় ১০:৫৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

আজ মহান মে দিবস—বিশ্ব শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের গৌরবময় দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে রক্ত দিয়ে দৈনিক আট ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে আন্দোলন করেছিলেন শ্রমিকরা। সেই আত্মত্যাগের দিনটিকে সম্মান জানিয়ে আজ বিশ্বের প্রায় ৮০টি দেশে এটি জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হচ্ছে।

বাংলাদেশেও আজ জাতীয়ভাবে দিবসটি পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য: “শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে”

মে দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বজুড়ে শ্রমিক-জীবনে এনেছে বৈপ্লবিক পরিবর্তন। শ্রমঘণ্টা নির্ধারণ, মজুরি সংরক্ষণসহ ন্যায্য অধিকার আদায়ের ক্ষেত্রে এই দিবসের তাৎপর্য অপরিসীম। যদিও এখনো শ্রেণি-বৈষম্য পুরোপুরি দূর হয়নি, তবে মে দিবস শ্রমিকদের স্বাধীনতার পথে অনেকটাই এগিয়ে দিয়েছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেছেন, “শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে মে দিবসের গুরুত্ব অপরিসীম। শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক। তাদের ঐক্য ও সহযোগিতাই গড়ে তুলবে শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ।”

তিনি আরও বলেন, “পোশাক, কৃষি, নির্মাণ, প্রযুক্তি-সব খাতেই শ্রমিক ও মালিকের মেধা ও পরিশ্রমের অবদান রয়েছে। আমাদের ঐক্য ও আস্থার পরিবেশ বজায় রাখতে হবে, তাহলেই বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে।”