মশক নিধন তদারকি কমিটির উদ্যোগে ১২ নং ওয়ার্ডে ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন
খুলনা সিটি কর্পোরেশনের নিয়মিত মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে নগরীর ১২ নং ওয়ার্ডে বিশেষ ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে। আজ ২৭ মার্চ দুপুর ৩টায় ১২ নং ওয়ার্ড মশক নিধন তদারকি কমিটির উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে কমিটির সদস্যরা বলেন, সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরে মশার উৎপাত বেড়ে যাওয়ায় নগরবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দিনের বেলা হোক বা রাত, মশার উপদ্রব থেকে রক্ষা পেতে নগরবাসীকে মশারি টানিয়ে কিংবা ধূপ, কয়েল বা স্প্রে ব্যবহার করে ঘুমাতে হচ্ছে। এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে খুলনা সিটি কর্পোরেশনের নির্দেশনায় মশক নিধন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আজ ওয়ার্ড অফিসের সামনে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটিয়ে এ কার্যক্রমের সূচনা করা হয়।
মশক নিধন কার্যক্রমের আওতায় ওয়ার্ডের ড্রেন, ডোবা, নালা, জলাশয়, ময়লার স্তূপ ও ঝোপঝাড়ে বেশি করে ওষুধ ছিটানোর পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি, ওয়ার্ডবাসীকে মশক নিয়ন্ত্রণে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় কমিটির সদস্যরা জানান, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, ক্রাশ প্রোগ্রামে নিয়োজিত কোনো কর্মী যদি দায়িত্ব পালনে অবহেলা করেন বা তাদের বিরুদ্ধে অভিযোগ আসে, তবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড মশক নিধন তদারকি কমিটির খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান, ছাত্র প্রতিনিধি মো. আরিফুর রহমান, কারিতাসের আসাফুর রহমান গাজী, ওয়াল্ড ভিশনের মৃন্ময়ী মণ্ডল, নাগরিক ফোরামের ইকবাল হোসেন, সাংবাদিক মো. রবিউল হোসেন খান, ওয়ার্ড সচিব বেল্লাল হোসেন, আব্দুল্লাহেল বাকী, শিক্ষক প্রতিনিধি মাওলানা মাসুম বিল্লাহ, বায়তুল ফালাহ জামে মসজিদের পেশ ইমাম খতিব মুফতি এবাদুর রহমান, ওবাট এনজিও পরিচালক হুমায়ুন কবীর, মো. জহিরুল হক, মো. এজাজ আহম্মেদ এবং শেখ ফরিদ আহম্মেদ।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই কার্যক্রম চলমান থাকবে এবং পরবর্তী ধাপগুলোতে আরও বৃহৎ পরিসরে মশক নিধনের উদ্যোগ নেওয়া হবে।