১৬০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি দায়িত্বে
মল্লিকপুর হিলফুল ফুযুল যুব সংঘের নতুন কমিটি ঘোষণা

সুনামগঞ্জের মল্লিকপুর হিলফুল ফুযুল ইসলামি যুব সংঘের ২০২৬ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত সভায় এক বছর মেয়াদী ১৬০ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটিতে সাব্বির আহমেদ সভাপতি এবং ফাহিম আফজল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক ও অর্থ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।
সভায় সভাপতির বক্তব্যে সাব্বির আহমেদ বলেন, “সংগঠন ২০১৯ সালে প্রতিষ্ঠিত। এটি দরিদ্র ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা করে আসছে। ভবিষ্যতেও মানবসেবামূলক কার্যক্রম জোরদার করা হবে।”






















