মরহুম শাহ্ তসলিম উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আইডিয়াল ক্লাব চ্যাম্পিয়ন
দিনাজপুরের চিরিরবন্দরে মরহুম শাহ্ তসলিম উদ্দীন আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় আলোকদিঘী জান বস উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।
ফাইনালে আইডিয়াল ক্লাব রানীরবন্দর ১-০ গোলে ওয়ান স্টার ফুটবল একাডেমি পঞ্চগড়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য, সাবেক ২ নং নশরতপুর ইউপি চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী নয়ন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল মান্নান সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর আলম সরকার দুলু, উপজেলা বিএনপির অন্যতম সদস্য মতিন সরকার, আইডিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক অধ্যক্ষ মমিনুল ইসলাম মনির, ৫ নং আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন শাহ, ১১ নং তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আজগর আলী শাহ, আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল।
ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের জন্য উৎসাহ প্রদান করেন।
এ আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে এবং ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।