মধ্যপ্রদেশে দুর্গা বিসর্জনে ট্রাক্টর দুর্ঘটনায় নিহত ১৩
ভারতের মধ্যপ্রদেশে বিজয় দশমীর দিনে দুর্গা বিসর্জন দিতে গিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। পৃথক দুটি দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে, যেখানে নিহতদের মধ্যে ১০ জন শিশু।
প্রথম দুর্ঘটনা ঘটেছে উজ্জানের ইঙ্গোরিয়া এলাকায়। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, একটি ট্রাক্টর-ট্রলি দুর্গা বিসর্জনের উদ্দেশ্যে নদীর দিকে যাচ্ছিল। ট্রাক্টরটি রেলিংয়ে ধাক্কা খেয়ে চাম্বাল নদীতে পড়ে যায়। ১২ বছর বয়সী এক শিশু ভুলবশত ট্রাক্টরটি চালু করলে ১২ শিশু নদীতে পড়ে যায়। এর মধ্যে দুজন মারা যান এবং একজন এখনও নিখোঁজ।
দ্বিতীয় দুর্ঘটনা ঘটেছে খানদাওয়া বিভাগের পান্দানা তেহসিলে। আর্দলা ও জামিল গ্রামের ২০–২৫ জন ভক্ত ট্রাক্টর-ট্রলিতে করে বিসর্জনে যাচ্ছিলেন। অতিরিক্ত মানুষ বোঝাই ট্রাক্টরটি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়, যার ফলে ১১ জন নিহত হন। তাদের মধ্যে ৮ জন মেয়ে শিশু। কিছু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ডুবুরিদের মাধ্যমে মরদেহ উদ্ধার ও খোঁজ চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাক্টরটি অত্যধিক মানুষে বোঝাই ছিল, যা দুর্ঘটনার মূল কারণ।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব নিহতদের পরিবারের জন্য ৪ লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। এছাড়া আহতদের নিকটস্থ হাসপাতালে জরুরি চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে।