ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের অবহিতকরন সভা অনুষ্ঠিত
আগামী ১৫ মার্চ দেশব্যাপী ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। এই উপলক্ষে আজ ১৩ মার্চ দুপুরে খুলনার শামসুর রহমান রোডস্থ স্কুল হেলথ ক্লিনিকের সভা কক্ষে এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন। সভায় খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রাফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, বাংলাদেশের অপুষ্টিজনিত অন্ধত্ব, অপুষ্টিজনিত শিশুমৃত্যু এবং শিশুরোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে আগামী ১৫ মার্চ শনিবার দিনব্যাপী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। খুলনা জেলার ৯ উপজেলার ২ লাখ ১ হাজার ৬০ শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এদিন ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে সুষম খাবার ও পুষ্টি বিষয়ক তথ্য অভিভাবকদের কাছে তুলে ধরা হবে।
এ ক্যাম্পেইনটি শিশুদের স্বাস্থ্য উন্নয়ন এবং অপুষ্টি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।