বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী, নৌপরিবহন মন্ত্রণালয় এবং নৌপুলিশের সমন্বয়ে সম্প্রতি অভ্যন্তরীণ নৌপথে ভাসমান গুদামের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। ২০ মার্চ, বৃহস্পতিবার, কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো: সিয়াম উল হক গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি পাঠিয়ে এ অভিযানের বিস্তারিত তথ্য জানিয়ে বলেন, এই অভিযান রুপসা, মোংলা, হিরন পয়েন্টসহ নৌরুটের বিভিন্ন এলাকায় পরিচালিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ড জলদস্যুতা প্রতিরোধ, চোরাচালান দমন এবং নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা টহল এবং যৌথ সাড়াশি অভিযান চালিয়ে যাচ্ছে। বিশেষ করে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রাখতে এবং বাহি: নোঙর ও অভ্যন্তরীণ নৌপথে নজরদারি বৃদ্ধি করেছে।
মোবাইল কোর্টের মাধ্যমে ভোজ্যতেলসহ অন্যান্য খাদ্যদ্রব্য বহনকারী জাহাজ ও লাইটারগুলোতে সঠিক নথিপত্র, আইএমও নম্বর, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, এবং লাইফ সেভিং ইকুইপমেন্টের সঠিকতা যাচাই করা হয়, যাতে তারা ভাসমান গুদামে পরিণত না হয়। এ ছাড়া বানিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং নৌদুর্ঘটনা প্রতিরোধে কাজ করা হচ্ছে।
কোস্ট গার্ডের এই কার্যক্রম বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখতে এবং সুনীল অর্থনীতির উন্নয়নে সহায়তা করছে, এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।