ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এম শুভ পাঠানের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ
মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাতের প্রথম প্রহর ১২.১ মিনিটে জামালপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে পুস্পস্তবক অর্পণ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
জামালপুর জেলা যুবদলের সাবেক সহ সম্পাদক, জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এম শুভ পাঠানের নেতৃত্বে জেলা যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, জিয়া সাইবার ফোর্স জেডসিএফ এবং আইন ছাত্র ফোরামের উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এসময় নেতৃবৃন্দ স্টেশন রোডস্থ জিয়া সাইবার ফোর্স জামালপুর জেলা শাখার দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় দয়াময়ীমোড়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুস্পস্তবক অর্পণ করেন।
এ অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স জামালপুর জেলা শাখার সদস্য সচিব রিপন হোসেন হৃদয়ের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয়, আশবাস জামান শুভ, জেলা শ্রমিক দল নেতা আবুল হাসেম হাসু, সুলতান মিয়া, লিটন মিয়া, জিয়া সাইবার ফোর্স জামালপুর জেলা শাখার সদস্য ঝুটন মিয়া, মাসুদ রানা মাসুম, মোঃ রাজু, জাহিদ হাসান, দপ্তর সম্পাদক শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, শহর শাখার আহবায়ক আবু তালহা, ৯ নং ওয়ার্ডের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক আসিফ, সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া, ৫ নং ওয়ার্ডের সভাপতি রাকিব হোসেন, সিনিয়র সহ-সভাপতি সিয়াম, সাধারণ সম্পাদক জীবন হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রাবন, সদর থানা পূর্ব শাখার সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ছানু, জিয়া সাইবার ফোর্স বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সজীব দেওয়ান, সোহাগ দেওয়ান, আইন ছাত্রফোরাম জেলা শাখার সদস্য সচিব রায়হান আলী রাজ, সরকারি আইন কলেজ শাখার আহবায়ক জুনায়েদ, ছাত্রদল নেতা মোবারক হোসেন, সাইম, পিপলু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানানোর মাধ্যমে জাতির এই মহান অর্জনকে স্মরণ করা হয়।