ভারত সরকারের বিরুদ্ধে ইলন মাস্কের এক্স-এর মামলা: সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগ
ভারত সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন মামলা দায়ের করেছেন ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স। কর্ণাটকের আদালতে এই মামলা দায়ের করা হয়। এক্স-এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় সামাজিক মাধ্যমের কনটেন্ট বা বিষয়বস্তুতে সেন্সরশিপ আরোপ করার জন্য নানা ব্যবস্থা তৈরি করেছে, যা এক্সের মতে, সামাজিক মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ।
সম্প্রতি, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ওয়েবসাইট চালু করেছে, যা মাধ্যমে কোনো সরকারি অফিস একটি পোস্ট ব্লক করার জন্য নোটিশ ইস্যু করতে পারবে। এক্স-এর অভিযোগ, এই ওয়েবসাইটের মাধ্যমে সরকার নিজেদের অপছন্দের কনটেন্ট ব্লক করার সুযোগ পাবে, যা চরম সেন্সরশিপের পন্থা।
এদিকে, ইলন মাস্ক তার ব্যবসার প্রসারে ভারতের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। তিনি সম্প্রতি জানিয়ে দিয়েছেন, ভারতে টেসলা এবং স্টারলিংক ব্যবসা শুরু করবেন। মুম্বাইয়ে টেসলায় কর্মী নিয়োগের জন্য বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। জিও এবং ভারতীয় এয়ারটেলের সঙ্গে স্টারলিংক নিয়ে চুক্তি হয়েছে মাস্কের।
এছাড়া, ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক নিয়ে উত্তেজনা চলতে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আগামী ২ এপ্রিল থেকে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে, কারণ ভারত যুক্তরাষ্ট্রের পণ্যগুলোর ওপর উচ্চ শুল্ক আরোপ করে। এই পরিস্থিতি এক্স-এর মামলা আরো জটিল করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এখন দেখার বিষয়, আদালতের সিদ্ধান্ত এই চলমান রাজনৈতিক ও বাণিজ্যিক দ্বন্দ্বকে কীভাবে প্রভাবিত করবে।
সূত্র: ডয়েচে ভেলে, এএফপি