ভারত-বাংলাদেশ সীমান্তে রেড অ্যালার্ট, ফরাক্কা ব্যারেজ এলাকায় সেনা মহড়া
ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ফরাক্কা ব্যারেজ এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। শুক্রবার (১৬ মে) দুপুর থেকে শুরু হয় ‘মাল্টি এজেন্সি মক এক্সারসাইজ’, যা কার্যত যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় পূর্বপ্রস্তুতি হিসেবে পরিচালিত হয়।
কেন্দ্রীয় গোয়েন্দা সূত্র জানায়, পাকিস্তান সীমান্ত থেকে প্রায় ২ হাজার কিলোমিটার দূরে হলেও ফরাক্কা ব্যারেজ ছিল পাকিস্তানের নজরে। মিসাইল বা আত্মঘাতী হামলার আশঙ্কা থাকায়, এই গুরুত্বপূর্ণ স্থাপনায় নেওয়া হয়েছে অতিরিক্ত সতর্কতা।
মহড়ায় অংশ নেয়-সিআইএসএফ, বিএসএফ, রাজ্য পুলিশ, গোয়েন্দা সংস্থা, স্বাস্থ্য বিভাগ।
মক ড্রিলের উদ্দেশ্য- যদি ব্যারাজ এলাকায় কোনো সন্ত্রাসী হামলা বা অপ্রীতিকর ঘটনা ঘটে, তবে কিভাবে নিরাপত্তা বাহিনী ও প্রশাসন যৌথভাবে দ্রুত পদক্ষেপ নেবে, তা যাচাই করাই ছিল এই মহড়ার মূল লক্ষ্য।
ফারাক্কা ব্যারেজ উত্তর ও দক্ষিণবঙ্গকে গঙ্গা নদীর মাধ্যমে সংযুক্ত করে। মুর্শিদাবাদ জেলার এই ব্যারাজ আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্থাপনা হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রথমে আতঙ্ক ছড়ালেও পরে জানা যায়, এটি পূর্বনির্ধারিত একটি মহড়া।
সিআইএসএফ-এর সিনিয়র কমান্ড্যান্ট মুকেশ কুমার বলেন, “ফরাক্কা ব্যারেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এখানে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি হলে, তার প্রভাব সমগ্র দেশের ওপর পড়তে পারে। তাই নিরাপত্তা ব্যবস্থাকে আগের তুলনায় আরও জোরদার করা হয়েছে।”
তিনি স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “কোনো সন্দেহজনক গতিবিধি চোখে পড়লে অবিলম্বে সুরক্ষা সংস্থাকে জানান।”
সিআইএসএফ সূত্রে আরও জানা গেছে, ব্যারাজ এলাকায় অতিরিক্ত জওয়ান মোতায়েন, নিয়মিত টহল এবং দুর্বল পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।