ভারত-পাকিস্তান ‘সংঘাত আমাদের বিষয় নয়’: জেডি ভ্যান্স
ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নিয়ে সরাসরি হস্তক্ষেপ না করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, “যুক্তরাষ্ট্র এমন কোনো যুদ্ধে জড়াবে না যেখানে তার স্বার্থ নেই।”
জেডি ভ্যান্স বলেন, “আমরা যুদ্ধ থামাতে কূটনৈতিক পথ বেছে নিতে পারি, তবে সরাসরি হস্তক্ষেপ নয়। পাকিস্তান ও ভারত—উভয় দেশের উচিত ঠান্ডা মাথায় চিন্তা করা, যাতে এই সংঘাত পারমাণবিক যুদ্ধ পর্যন্ত গড়ায় না।”
ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, “যুক্তরাষ্ট্র ভারতকে আত্মসমর্পণ করতে বলবে না, তেমনিভাবে পাকিস্তানকেও নয়। দুই দেশই শক্তিশালী এবং তাদের স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। তবে যুক্তরাষ্ট্র চায় এই সংঘাত শিগগিরই কূটনৈতিকভাবে সমাধান হোক।”
তিনি আরও বলেন, “পাকিস্তান-ভারত যুদ্ধ যদি পারমাণবিক রূপ নেয়, তাহলে শুধু দক্ষিণ এশিয়া নয়, পুরো বিশ্বের জন্য তা হবে ভয়াবহ বিপর্যয়। তাই সংঘাত প্রশমনে দুই দেশের ওপর চাপ প্রয়োগ ও উৎসাহ প্রদান জরুরি।”
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। ফোনালাপে শরিফ বলেন, ভারতের আগ্রাসন পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে, যা দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।
রুবিও আশ্বাস দেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ভারত-পাকিস্তান উভয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।