ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে চিরিরবন্দরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
ভারতে মুসলিম হত্যা এবং মসজিদ-মাদরাসা ভাঙচুরের প্রতিবাদে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) জুমার নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদ থেকে ইমামদের নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রংপুর-দিনাজপুর মহাসড়কের রানীরবন্দর সুইহারীবাজার চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মনোয়ার বিন মহিউদ্দিন, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা খয়রাত বিন শেরউল্লাহ, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা আতাউর রহমান, মাওলানা মোকাররম হোসেন, শাইখ শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে ভারতে মুসলিমদের ওপর চলমান সহিংসতা ও ধর্মীয় স্থাপনাগুলোতে হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন, মুসলিমদের প্রতি এ ধরনের আচরণ বন্ধ করতে ভারত সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এছাড়া বক্তারা বাংলাদেশের সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ জানিয়ে কর্মসূচি শেষ করেন।