ভারতে চলন্ত অ্যাম্বুলেন্সে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে চলন্ত অ্যাম্বুলেন্সে ২৬ বছর বয়সি এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) বিহারের গয়া জেলার বৌদ্ধগয়া থানার বিএমপি-৩ প্যারেড গ্রাউন্ডে হোমগার্ড নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে পড়েন ওই তরুণী। তাকে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। অভিযোগ, চলন্ত সেই অ্যাম্বুলেন্সেই তাকে ধর্ষণ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ফিজিক্যাল টেস্ট চলাকালীন প্রচণ্ড গরমে তরুণীটি অজ্ঞান হয়ে যান। এরপর অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু সেখানেই ঘটে ভয়াবহ ঘটনা। তরুণীর অভিযোগ, সংজ্ঞাহীন অবস্থায় একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করে। কমপক্ষে তিন থেকে চারজন এতে জড়িত বলে দাবি করেছেন তিনি।
ঘটনার পর বৌদ্ধগয়া থানায় এফআইআর দায়ের করা হয়। পরে পুলিশ অ্যাম্বুলেন্স চালক বিনয় কুমার ও টেকনিশিয়ান অজিত কুমারকে গ্রেফতার করে। তারা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। অভিযুক্তদের শনাক্ত করতে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে এবং ঘটনার সময় অ্যাম্বুলেন্সের রুট ও গতি-পর্যবেক্ষণ করছে।
এই ঘটনায় বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলছেন বিশ্লেষক ও অধিকারকর্মীরা।
ভারতে ধর্ষণের ঘটনা দিন দিন বাড়ছে। সম্প্রতি ওড়িশায় একাধিক ধর্ষণ ও গণধর্ষণের ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। নারী নির্যাতন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন।