ভাঙাচোরা খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংস্কারের দাবিতে নিসচার প্রতিবাদ
বিধ্বস্ত খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংস্কারের দাবিতে অনন্য প্রতিবাদ কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর জিরো পয়েন্ট সংলগ্ন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় খুলনা আঞ্চলিক কেন্দ্রের সামনে মহাসড়কে মাছ ছেড়ে এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিসচার উপদেষ্টা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক মো: সামিউল হক। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মো: নাসির উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।
বক্তারা বলেন, মাত্র পাঁচ বছর আগে ১৫০ কোটি টাকায় নির্মিত খুলনা-সাতক্ষীরা মহাসড়ক আজ ভাঙাচোরা, গর্ত আর কর্দমাক্ত জলাশয়ে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকিপূর্ণ যাত্রায় নেমে দুর্ঘটনার শিকার হচ্ছেন। তারা অভিযোগ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহের এন্টারপ্রাইজ নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় অল্প সময়েই সড়কটি বিপর্যস্ত হয়ে পড়েছে।
বক্তারা আরও বলেন, সড়ক ও জনপদ বিভাগের চরম অবহেলায় এই মহাসড়ক এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য অভিশাপে পরিণত হয়েছে। দ্রুত সংস্কার না হলে সড়ক ভবন ঘেরাওসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
প্রতিবাদ কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট বাবুল হাওলাদার, সদস্য সচিব, খুলনা নাগরিক সমাজ। এছাড়া বিভিন্ন সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা এতে অংশ নেন।