ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভবিষ্যতে গান গাওয়া নিয়ে শঙ্কিত তাহসান

বিনোদন রিপোর্টার::

এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। গানের পাশাপাশি সমানতালে অভিনয়ও করছেন। কিছু দিন আগে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘বাজি’। আরিফুর রহমান পরিচালিত এ সিরিজে ক্রিকেটারের চরিত্রে দেখা গেছে অভিনেতাকে। মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিরিজটি।ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে ‘বাজি’র গল্প। সিরিজটি দিয়ে ওটিটিতে অভিষেক প্রসঙ্গে তাহসান বলেন, ‘ওটিটিতে আমার প্রথম কাজ, চরকিতেও আমার প্রথম কাজ আর একদম ভিন্নধর্মী গল্পে কাজ করার অভিজ্ঞতা সব মিলিয়ে আমি খুবই এক্সাইটেড।’

গান ও অভিনয়ে এত ভালোবাসার মাঝেও ভক্তদের দুঃসংবাদ দিলেন তাহসান খান। কিছুদিন আগে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জীবনের অজানা এক অধ্যায়ের গল্প তুলে ধরেন তাহসান। জানান, দীর্ঘদিন ধরে কণ্ঠনালির সমস্যায় ভুগছেন তিনি।
জনপ্রিয় এই শিল্পী জানান, হেটেরোটোপিয়া নামের একটি রোগ বাসা বেঁধেছে তাঁর কণ্ঠনালিতে। এই সমস্যায় গলার কাঠামো পরিবর্তন হয়ে যায়। কমে যায় গান গাওয়ার মনোবল। ২০১৮ সাল থেকে এই সমস্যার শুরু। সে কারণে আগের মতো এখন আর অনায়াসে গানও গাইতে পারছেন না। শুধু তাই নয়, ভবিষ্যতে গান গাওয়া নিয়েও শঙ্কিত তিনি।

তাহসান ও মিথিলা একে অপরকে নিয়ে যা বললেন
গায়ক বলেন, ‘একটা সময় খুব ভয় পেয়েছিলাম, হয়তো আর গাইতে পারব না। গত ছয় বছরে বুঝেছি, কখন আমার গলা গাওয়ার অবস্থায় রয়েছে, আর কখন নেই। এ জন্য এখন গান গাওয়াও কমে গেছে। এই সমস্যার চিকিৎসাও চলছে। এ জন্য জীবনযাত্রাতেও পরিবর্তন এসেছে। বদলেছে খাদ্যাভ্যাসও।’ মাঝে কিছুটা কমে গেলেও এখন আবার সমস্যাটি বেড়েছে বলে জানান তাহসান।

তাহসান বলেন, ‘দেখা গেল আজ একটা বড় কনসার্ট আছে, সেখানে তো আমাকে গাইতেই হবে। এমনটাও হয়েছে যে আমার গলার অবস্থা বেশ খারাপ। গলাব্যথায় ঠিকভাবে কথাও বলতে পারছি না। আর সেই দিনেও এক ঘণ্টা গান গাইতে হবে। এ রকমও হয়েছে, যেমনভাবে পারফর্ম করি, সেভাবে করতে পারিনি। তবে আমি সৌভাগ্যবান যে শ্রোতাদের ভালোবাসা কখনো কমেনি।’ যদিও ভবিষ্যৎ উদ্বেগ ভেসে উঠেছে তাহসানের কণ্ঠে। তিনি বলেন, ‘যত দিন যাচ্ছে, আমার গান গাওয়ার সক্ষমতাও কমছে। ভক্তদের এ জন্য জানালাম, ধীরে ধীরে যদি কনসার্ট কমে যায় এবং লাইভে গান গাওয়াও কমে যায়, তাহলে আপনারা বুঝে নেবেন, আমার সমস্যা প্রকট হয়েছে। আর আমার জন্য আপনারা দোয়া করবেন, যেন সমস্যা যতটুকু হয়েছে, তা আর বেশি না হয়।’

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৪:৪৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
৫১১ বার পড়া হয়েছে

ভবিষ্যতে গান গাওয়া নিয়ে শঙ্কিত তাহসান

আপডেট সময় ০৪:৪৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। গানের পাশাপাশি সমানতালে অভিনয়ও করছেন। কিছু দিন আগে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘বাজি’। আরিফুর রহমান পরিচালিত এ সিরিজে ক্রিকেটারের চরিত্রে দেখা গেছে অভিনেতাকে। মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিরিজটি।ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে ‘বাজি’র গল্প। সিরিজটি দিয়ে ওটিটিতে অভিষেক প্রসঙ্গে তাহসান বলেন, ‘ওটিটিতে আমার প্রথম কাজ, চরকিতেও আমার প্রথম কাজ আর একদম ভিন্নধর্মী গল্পে কাজ করার অভিজ্ঞতা সব মিলিয়ে আমি খুবই এক্সাইটেড।’

গান ও অভিনয়ে এত ভালোবাসার মাঝেও ভক্তদের দুঃসংবাদ দিলেন তাহসান খান। কিছুদিন আগে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জীবনের অজানা এক অধ্যায়ের গল্প তুলে ধরেন তাহসান। জানান, দীর্ঘদিন ধরে কণ্ঠনালির সমস্যায় ভুগছেন তিনি।
জনপ্রিয় এই শিল্পী জানান, হেটেরোটোপিয়া নামের একটি রোগ বাসা বেঁধেছে তাঁর কণ্ঠনালিতে। এই সমস্যায় গলার কাঠামো পরিবর্তন হয়ে যায়। কমে যায় গান গাওয়ার মনোবল। ২০১৮ সাল থেকে এই সমস্যার শুরু। সে কারণে আগের মতো এখন আর অনায়াসে গানও গাইতে পারছেন না। শুধু তাই নয়, ভবিষ্যতে গান গাওয়া নিয়েও শঙ্কিত তিনি।

তাহসান ও মিথিলা একে অপরকে নিয়ে যা বললেন
গায়ক বলেন, ‘একটা সময় খুব ভয় পেয়েছিলাম, হয়তো আর গাইতে পারব না। গত ছয় বছরে বুঝেছি, কখন আমার গলা গাওয়ার অবস্থায় রয়েছে, আর কখন নেই। এ জন্য এখন গান গাওয়াও কমে গেছে। এই সমস্যার চিকিৎসাও চলছে। এ জন্য জীবনযাত্রাতেও পরিবর্তন এসেছে। বদলেছে খাদ্যাভ্যাসও।’ মাঝে কিছুটা কমে গেলেও এখন আবার সমস্যাটি বেড়েছে বলে জানান তাহসান।

তাহসান বলেন, ‘দেখা গেল আজ একটা বড় কনসার্ট আছে, সেখানে তো আমাকে গাইতেই হবে। এমনটাও হয়েছে যে আমার গলার অবস্থা বেশ খারাপ। গলাব্যথায় ঠিকভাবে কথাও বলতে পারছি না। আর সেই দিনেও এক ঘণ্টা গান গাইতে হবে। এ রকমও হয়েছে, যেমনভাবে পারফর্ম করি, সেভাবে করতে পারিনি। তবে আমি সৌভাগ্যবান যে শ্রোতাদের ভালোবাসা কখনো কমেনি।’ যদিও ভবিষ্যৎ উদ্বেগ ভেসে উঠেছে তাহসানের কণ্ঠে। তিনি বলেন, ‘যত দিন যাচ্ছে, আমার গান গাওয়ার সক্ষমতাও কমছে। ভক্তদের এ জন্য জানালাম, ধীরে ধীরে যদি কনসার্ট কমে যায় এবং লাইভে গান গাওয়াও কমে যায়, তাহলে আপনারা বুঝে নেবেন, আমার সমস্যা প্রকট হয়েছে। আর আমার জন্য আপনারা দোয়া করবেন, যেন সমস্যা যতটুকু হয়েছে, তা আর বেশি না হয়।’