ব্লাকমেইল করে বছরব্যাপী ধর্ষণের অভিযোগ
তেরখাদায় ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে ধর্ষককে গ্রেফতার করে আজ (১১ মার্চ) তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
তেরখাদা উপজেলার কুমিরডাঙা গ্রামে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে বছরজুড়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মফিজ শেখের বিরুদ্ধে। তিনি তেরখাদা হাড়িখালী এলাকার মোঃ নজরুল শেখের ছেলে। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, আসামী মফিজ শেখ (৪০) এক বছর আগে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিওর ভয় দেখিয়ে নিয়মিত তাকে ধর্ষণ করতে থাকে। সর্বশেষ, ২৯ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে কুমিরডাঙা গ্রামে ভুক্তভোগীর বসতঘরে ঢুকে পূর্বের ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আবারও তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় গৃহবধূ (৩১) বাদী হয়ে সোমবার দিবাগত রাতে তেরখাদা থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং – ০৫, তারিখ – ১০/৩/২০২৫ ইং)। পরে, সোমবার দিবাগত রাতে তেরখাদার হাড়িখালী এলাকায় নিজ বাড়ি থেকে মফিজ শেখকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।