ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু করলো চীন
চীনের তিব্বতে ইয়ারলুং জাংবো নদীতে-যা ভারত ও বাংলাদেশে ব্রহ্মপুত্র নামে পরিচিত-বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। শনিবার (১৯ জুলাই) তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলে ৬০ গিগাওয়াট ক্ষমতার এই মেগা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।
চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, প্রকল্পটির আওতায় পাঁচটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে, যার মোট ব্যয় হতে পারে প্রায় ১.২ ট্রিলিয়ন ইউয়ান (১৬৭.১ বিলিয়ন মার্কিন ডলার)।
গত বছরের জানুয়ারিতে ভারত এই প্রকল্পের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে চীনের কাছে তথ্য চেয়ে জানায়, তারা ব্রহ্মপুত্র নদীর নিম্নপ্রবাহবর্তী দেশগুলোর স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য জানিয়েছে, প্রকল্পটি নদীর নিম্নপ্রবাহের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না এবং তারা সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে।
তবে পরিবেশবিদ ও তিব্বতের মানবাধিকার সংগঠনগুলো এই মেগা বাঁধ নির্মাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, তিব্বতের সংবেদনশীল পরিবেশ ও ভূমিতে এমন প্রকল্প অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে। এর আগেও চীনের থ্রি গর্জ প্রজেক্ট বাস্তবায়নের সময় লক্ষ লক্ষ মানুষ জোরপূর্বক স্থানান্তরিত হয়েছিল।
২০২০ সালের নভেম্বরে ইয়ারলুং জাংবো নদীতে এই জলবিদ্যুৎ বাঁধের পরিকল্পনা প্রথম ঘোষণা করা হয়। এরপর গত বছরের ডিসেম্বরে চীনের সরকার আনুষ্ঠানিক অনুমোদন দেয়। ২০৬০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্য করার লক্ষ্যে তিব্বতে এই প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে।