ব্যবসায়ীবান্ধব পরিবেশ গড়তে বদ্ধপরিকর বিএনপি- ওবায়দুর রহমান চন্দন
জয়পুরহাটে স্থানীয় ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, “আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। বিএনপি চায় ভালোবাসা, উদারতা ও সম্প্রীতির ভিত্তিতে একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে।”
তিনি বলেন, “সকল মত ও পথের মানুষকে জাতীয়তাবাদী আদর্শের আলোকে ঐক্যবদ্ধ করে আমরা একটি উদার গণতান্ত্রিক সমাজ গড়তে চাই। পাশাপাশি নারীদেরও ব্যবসায়িক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে আমরা উৎসাহিত করছি।”
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে জয়পুরহাট শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারের হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
সভায় আরও বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, জয়পুরহাট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আমিনুল বারী ও আনোয়ারুল হক প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম। তাই রাজনৈতিক অস্থিরতা দূর করে একটি স্থিতিশীল ও সহনশীল পরিবেশ নিশ্চিত করাই সকল পক্ষের দায়িত্ব।