বোরহানউদ্দিনে ধানের শীষে হাফিজ ইব্রাহিমকে সমর্থন, জয়ারহাট বাজারে লিফলেট বিতরণ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে বিএনপির সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও প্রচার কার্যক্রম চালিয়েছে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২০ জুলাই) গঙ্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মানুদ্দিন কাজীর নেতৃত্বে জয়ারহাট বাজারে দোকানেঘরে লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা হাফিজ ইব্রাহিমের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
প্রচার কার্যক্রমে উপজেলা বিএনপির নেতা মো. নাছিম কাজী, সরোয়ার আলম খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু কালাম মুন্সী, সাংগঠনিক সম্পাদক তারেক বর্দ্দারসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
নেতাকর্মীরা জানান, সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের সময় এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে তাঁকেই আবার সংসদে পাঠানো জরুরি।