বেঙ্গালুরুর পেসার ইয়াশ দয়ালের বিরুদ্ধে আবারও ধর্ষণের অভিযোগ
ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার ইয়াশ দয়ালের বিরুদ্ধে এবার অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। জয়পুরের সাঙ্গানেড় সদর থানায় কিশোরী নিজেই এই অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারীর দাবি, ২০২৩ সালে যখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর, তখন ইয়াশ দয়াল তার সঙ্গে ‘ক্রিকেট ক্যারিয়ার গড়তে সহায়তা করার’ প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করেন। চলতি বছর আইপিএল চলাকালীন জয়পুরের একটি হোটেলে তাকে আবারও ডেকে নিয়ে যৌন নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
এর আগে, কয়েক সপ্তাহ আগে উত্তর প্রদেশের গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানায় এক নারী ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনেছিলেন ইয়াশ দয়ালের বিরুদ্ধে। ওই মামলায় অভিযোগ করা হয়েছিল, সম্পর্ক গড়ে তোলার পরও বিয়ে না করে প্রতারণা করেছেন পেসার দয়াল।
সাঙ্গানেড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনিল কুমার জানান, গত ২৩ জুলাই দায়ের করা নতুন মামলায় স্পষ্টভাবে ইয়াশ দয়ালের নাম উল্লেখ রয়েছে। তার বিরুদ্ধে নতুন ভারতীয় দণ্ডবিধির ৬৪ ধারা এবং পকসো আইনে মামলা হয়েছে। এই ধরনের অপরাধের সর্বনিম্ন সাজা ১০ বছর কারাদণ্ড বলে আইনে উল্লেখ রয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ মামলাটি রেকর্ড করে এবং তদন্ত শুরু করে। শিগগিরই ভুক্তভোগীর পূর্ণ জবানবন্দি গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
এর আগে গাজিয়াবাদের মামলায় ১৫ জুলাই এলাহাবাদ হাইকোর্ট ইয়াশ দয়ালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্থগিত করেন। আদালতের নির্দেশ অনুযায়ী, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে কোনো জোরপূর্বক ব্যবস্থা নেওয়া যাবে না।