বেগমগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, নিহত ২
নোয়াখালীর বেগমগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বালুবাহী ট্রাকের ধাক্কায় দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) ভোর ৪টার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের বেগমগঞ্জ ইউনিয়নের ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বেগমগঞ্জ ইউনিয়নের ফাজিলপুর গ্রামের জসীম উদ্দিনের ছেলে সাকিব (১৮) এবং কেন্দুরবাগ এলাকার শাহ আলমের ছেলে সজীব (২০)।
স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর থেকে একটি বালুভর্তি ট্রাক নোয়াখালীর চৌমুহনী এলাকায় যাচ্ছিল। পথে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে গিয়ে সেটি ধাক্কা দেয়। এতে বালুবাহী ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সামনের কেবিনে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং জড়িতদের খুঁজে বের করতে তদন্ত করছে।