বৃষ্টি বাঁচিয়ে দিলো সৌম্য-সোহানদের, রংপুর রাইডার্সের ফাইনাল নিশ্চিত
টানা তিন জয়ে আগে থেকেই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে যাওয়া রংপুর রাইডার্সের শেষ গ্রুপ ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতা। শুক্রবার (১৮ জুলাই) নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৭৯ রানে গুটিয়ে গেলো রংপুর। পরে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং দুই দল পয়েন্ট ভাগাভাগি করে নেয়।
টস জিতে ব্যাট করতে নেমে মাত্র প্রথম ওভারেই উইকেট হারায় রংপুর। বাঁহাতি ওপেনার সৌম্য সরকার প্রথম বলেই আউট হয়ে ফিরেন। আরেক ওপেনার ইব্রাহিম জাদরানও মাত্র ১২ বলে ৫ রান করে দ্রুত সাজঘরে ফিরে যান।
মাঝে মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান কিছুটা স্থিতিশীলতা আনার চেষ্টা করলেও, বৃষ্টি হানা ও ইনিংস সীমিত হয়ে আসার পর দু’জনেই মাত্র ২৫ রান করে আউট হন। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে রংপুর। নুরুল হাসান সোহান মাত্র ৫ রান করেন এবং পাকিস্তানি ব্যাটসম্যান ইফতিখার আহমেদ মাত্র ৩ রান করে আউট হন।
শেষ পর্যন্ত ১৩.৪ ওভারে রংপুরের স্কোর বোর্ডে মাত্র ৭৯ রান থামে। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের আঙ্গুশ, ব্লেইর টিকনার ও জেইডেন লেনক্স তিনজনই তিনটি করে উইকেট নেন।
বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলেও, রংপুর রাইডার্সের ফাইনালের জায়গা আগে থেকেই নিশ্চিত। আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় ভোর ৫টায় ফাইনালে গায়ানা অ্যামাজনের বিরুদ্ধে মাঠে নামবে রংপুর দল।