বুল্লা বাজারে সরকারি সার পাচার: ৪০ বস্তা ভার্মি কম্পোস্ট জব্দ
লাখাইয়ে সরকারি ফ্রিপ প্রকল্পের আওতায় বিনামূল্যে বিতরণের জন্য আনা ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) স্থানীয় ব্যবসায়ীর দোকানে পাওয়া গেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বুধবার (১৩ আগস্ট) উপজেলার ৬টি ইউনিয়নের কৃষকদের মাঝে সার, বীজ ও কীটনাশক বিতরণ একদিনের মধ্যে সম্পূর্ণ হয়ে গেছে।
বিনামূল্য সরবরাহকৃত সারের অবশিষ্টাংশ উদ্ধারের জন্য উপজেলা কৃষি কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে বুল্লা বাজারের বরকত উল্লা ট্রেডার্স দোকান থেকে ৪০ বস্তা (প্রায় ১ টন) ভার্মি কম্পোস্ট জব্দ করা হয়েছে। জব্দকৃত সার দুইজন স্থানীয় ব্যবসায়ীর উপস্থিতিতে নিরাপদে রাখা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাখা হবে।
কৃষি কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম জানিয়েছেন, বিনামূল্যের সার পাচারের বিষয়ে সন্দেহভাজন কর্মকাণ্ডে সংশ্লিষ্ট কর্মকর্তারও অভিযোগ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্ত শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণবিদ জ্যোতিলাল গোপ সার তার দোকানে প্রেরণ করেছিলেন।