বীরগঞ্জে স্ত্রীর সঙ্গে তালাকের পর ১০ লিটার দুধ দিয়ে যুবকের গোসল
দিনাজপুরের বীরগঞ্জে স্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে তালাক হওয়ার পর ১০ লিটার দুধ, দুর্বা ঘাস ও সোনা-রুপা ডুবিয়ে গোসল করেছেন এক যুবক। এই ব্যতিক্রমী ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ঘটনাটি ঘটেছে সোমবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় বীরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুইচ গেট এলাকায়। দুধ দিয়ে গোসল করা ওই যুবকের নাম মোঃ সোহাগ ইসলাম। তিনি ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।
স্থানীয়রা জানান, সোহাগ ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। দুই বছর আগে তাদের বিয়ে হলেও সংসারজীবনে কোনো সন্তান হয়নি। পারস্পরিক মতানৈক্যের কারণে অবশেষে তালাক হয়। এরপর নিজের বাড়িতে স্বজন ও এলাকাবাসীর উপস্থিতিতে তিনি এভাবে ‘পাপমোচনের’ গোসল করেন।
সোহাগ ইসলাম বলেন, “দাম্পত্যজীবনে আমাদের মিল ছিল না। তাই আমি তালাকের পর খুশি হয়ে স্ত্রীর পাপ মোচনের উদ্দেশ্যে দুধ দিয়ে গোসল করেছি।”
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য দেখা গেছে। কেউ বিষয়টিকে ‘ব্যতিক্রমী উদযাপন’ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে ‘লোক দেখানো নাটক’ বলেও মন্তব্য করছেন।