বীরগঞ্জে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা দিল পরীক্ষার্থীরা
দিনাজপুরের বীরগঞ্জে প্রবল বৃষ্টি ও ঝড়ের কারণে লোডশেডিং দেখা দিলে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীরা অন্ধকারে পরীক্ষায় বসে এবং প্রাথমিক ৩০ মিনিট মোমবাতির আলোয় পরীক্ষা দেন।
সকাল থেকেই বৃষ্টি ও ঝড়ের সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে পরীক্ষাকেন্দ্রের কিছু কক্ষে পানি ঢুকে পড়ে এবং অন্ধকারে পড়তে হয় পরীক্ষার্থীদের। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র কর্তৃপক্ষ দ্রুত মোমবাতি ও চার্জার লাইটের ব্যবস্থা করে।
পরীক্ষায় অংশ নেওয়া ফেন্সি হাসান নামের এক শিক্ষার্থী বলেন, “প্রশ্ন দেওয়ার আগেই চারপাশ অন্ধকার হয়ে যায়। পরে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হয়েছে। এটি একেবারেই নতুন একটি অভিজ্ঞতা।”
পরীক্ষা শেষে আরও অনেক শিক্ষার্থী জানান, মোমবাতির আলোয় পরীক্ষা দেওয়া ছিল চ্যালেঞ্জিং হলেও, তারা শান্তভাবে পরীক্ষা শেষ করতে পেরেছেন এবং ভালো ফলাফলের আশা করছেন।
ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম জানান, “সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লোডশেডিং হয়। তবে আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম। চার্জার লাইট ও মোমবাতির মাধ্যমে পরীক্ষার্থীদের পরীক্ষা সম্পন্ন করতে সহায়তা করেছি। এ কেন্দ্রে মোট ৪টি বিদ্যালয়ের ৬৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।”
এ বিষয়ে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী ফেরদৌস আলম বলেন, “ঝড় ও ভারী বৃষ্টির কারণে বিদ্যুৎ লাইনে গাছ পড়ে ক্ষতি হয়েছে। দ্রুত মেরামতের জন্য বিদ্যুৎ বিভাগের লোকজন মাঠে কাজ করছে।”
এ ঘটনায় অভিভাবক ও সচেতন মহল পরীক্ষার সময় বিদ্যুৎ সংযোগ রক্ষায় আরও আগাম প্রস্তুতির আহ্বান জানিয়েছেন।