বীরগঞ্জে মানব কল্যাণ পরিবারের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মানব কল্যাণ পরিবার—a সেবামূলক সংগঠনের উদ্যোগে দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় সংগঠনটির সদস্যরা বীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, চিনি, সেমাই, লবণ, তেল, দুধ, ডিটারজেন্ট পাউডার, সাবান ও আলু। ৫০টি অসহায় পরিবারকে এ সহায়তা দেওয়া হয় বলে জানিয়েছেন আয়োজকরা।
খাদ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাইফুল্লাহ সাইফ, মানব কল্যাণ পরিবারের সদস্য শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক রায়হান ইসলাম, পরিচালক ইয়াসিন আলী রিসু এবং সিনিয়র সহ-সভাপতি শাহিনুর রহমান।
উপদেষ্টা সাইফুল্লাহ সাইফ বলেন, “বীরগঞ্জের কিছু নিবেদিতপ্রাণ তরুণের মানবিক উদ্যোগেই এ সংগঠনের যাত্রা শুরু। সমাজসেবা ও জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আজ ৫০টি পরিবারকে খাদ্য সহায়তা দিতে পেরে আমরা গর্বিত।”
বিতরণ কার্যক্রমে মানব কল্যাণ পরিবারের অন্যান্য সদস্যরাও অংশ নেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কাজ অব্যাহত থাকবে।