বীরগঞ্জে বিনা মূল্যে চাল নিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের
দিনাজপুরের বীরগঞ্জে বিনা মূল্যে চাল নিতে গিয়ে মো. এছা উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পাল্টাপুর ইউনিয়ন পরিষদে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এছা উদ্দিন ঘোড়াবান্ধ সাহাপাড়া গ্রামের মৃত সুরুভায়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৪-২০২৫ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের জন্য জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এই কর্মসূচির আওতায় চাল নিতে ইউনিয়ন পরিষদে আসেন বৃদ্ধ এছা উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাল নিতে লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে ছিলেন এছা উদ্দিন। প্রচণ্ড গরম ও শারীরিক দুর্বলতার কারণে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “বিনামূল্যের চাল বিতরণকালে একজন বৃদ্ধের মৃত্যুর বিষয়টি আমরা অত্যন্ত দুঃখজনক বলে মনে করছি। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এছা উদ্দিন একজন দরিদ্র ব্যক্তি ছিলেন এবং সরকারি সহায়তা পেতে লাইনে দাঁড়িয়ে ছিলেন। তারা দাবি করেছেন, ত্রাণ বিতরণের সময় আরও সুসংগঠিত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।