বীরগঞ্জে দশম শ্রেণির স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জীবন রায় (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। জীবন রায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের নতুনহাট ঝাড়পাড়া গ্রামের কৃষিশ্রমিক ভৈরব রায়ের ছেলে এবং নিজপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
রবিবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১১টার দিকে নিজ শয়নকক্ষে রশির সাহায্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জীবন। পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, লেখাপড়া এবং অন্যান্য বিষয় নিয়ে পরিবারের সাথে জীবনের সামান্য কথাকাটাকাটি হয়। এর কিছুক্ষণ পরই সে নিজের কক্ষে গিয়ে আত্মঘাতী সিদ্ধান্ত নেয় বলে ধারণা করা হচ্ছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে বলেও তিনি জানান।